Wellcome to National Portal
Main Comtent Skiped

Contact Us

উপজেলা শিক্ষা অফিস,কালাই, জয়পুরহাট ।

জেলা শহর জয়পুরহাট থেকে ১৬ কি.মি পূব দিকে কালাই উপজেলা শিক্ষা অফিস অবস্থিত। জেলা শহর বগুড়া থেকে প্রায় ৪৫  কিলোমিটার দুরে কালাই উপজেলা শিক্ষা অফিস অবস্থিত। জেলা শহর জয়পুরহাট অথবা বগুড়া  থেকে বাসে চেপে কালাই বাস ষ্টান্ডে নেমে প্রায় ২০০ মিটার পূর্ব দিকে অগ্রসর হলেই কালাই উপজেলা শিক্ষা অফিস পাওয়া যাবে ( এটি উপজেলা নির্বাহী অফিস ভবনের ৩য় তলায় ) । অপর দিকে ঢাকা থেকে ট্রেন যোগে জয়পুরহাট রেল স্টেশনে নেমে বাস টার্মিলালে এসে বগুড়াগামী বাসে চেপে  এবং ঢাকা থেকে জয়পুরহাটগামী বাস/কোচ -এ  চেপে   কালাই বাস স্টান্ড -এ নেমে কালাই উপজেলা শিক্ষা অফিসে আসা যাবে।